শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে

বোয়েসেল’র উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৮ মার্চ, ২০২২ ০৬:৩৯:১৮ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:২০:৫২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)’-এর উদ্যোগে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বোয়েসেল’র ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ বিল্লাল হোসেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরণার্থী টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, ন্যাশনাল প্রোগ্রাম অফিসার (আইওএম) আব্দুল্লাহ আল মুঈদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র মুখ্য নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা।

সভায় প্রধান অতিথি বোয়েসেল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন জানান, সরকার পৃথিবীর বিভিন্ন দেশে সরকারিভাবে নারীদের নিরাপদ ও নৈতিক কর্মসংস্থানে ফলপ্রসূ উদ্যোগ নিয়েছে। বিশেষ করে প্রশিক্ষিত জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের এবং প্রবাসী কর্মীদের পরিবারের আত্ম-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল।

স্থানীয় পর্যায়ে জেলা জনশক্তি ও কর্মস্থান ব্যুরো’র সহযোগিতা নিয়ে খাগড়াছড়ি থেকেও নারীরা বিদেশে কর্মদক্ষতার স্বাক্ষর রাখতে পারবে।

সভায় জাতিসংঘ অভিবাসন সংস্থা, জেলা পর্যায়ের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions