খাগড়াছড়িতে কাঠের ট্রাক উল্টে সড়কে যানজট
প্রকাশঃ ২৭ মার্চ, ২০২২ ০৬:৩০:০২
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৩:১৯:২৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই পাশে যানজট তৈরী হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি সদরের আট মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশে বিকল্প ভাবে যান চলাচল স্বাভাবিক করেছে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ট্রাফিক বিভাগের সার্জেন্ট তরুণ দাশ।
পাহাড়ী সরু সড়কের ওপর ট্রাক উল্টে কাঠ ছড়িয়ে পড়ে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে দীর্ঘ যানজট তৈরী হয়। উদ্ধার কাজ শুরুর পর বিকল্প ভাবে পর্যটকবাহী গাড়ি ও মোটরসাইকেল চলাচল স্বাভাবিক হলেও যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকা রয়েছে। এতে করে দীঘিনালা সহ রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু সড়কের যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
পুলিশ জানায়, দীঘিনালা থেকে কাঠ নিয়ে ট্রাকটি ঢাকা যাচ্ছিল। এ সময় খাগড়াছড়ি সদরের আট মাইলে পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একপাশে উল্টে যায়। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সড়কের পাশের ঝোপঝাড় পরিস্কার করে আটকা পড়ে পরিবহন গুলো ছেড়ে দেয়া হচ্ছে। সড়কের ওপর পড়ে থাকা কাঠ ও ট্রাক অপসারণের কাজও চলছে।
পিকআপ চালক রাজু মারমা জানান, প্রায় সময় দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে কাঠ-বাঁশ ট্রাক উল্টে যানজট তৈরী হয়। অতিরিক্ত লোডের কারণে এমন দুর্ঘটনা ঘটে।
সাজেক থেকে খাগড়াছড়িগামী পর্যটক কামরুল হাসান জানান, সাজেকে বাইকে করে যাওয়া আসা যেমন রোমাঞ্চকর আবার ঝুঁকিপূর্ণ। কিছু কিছু স্পটে সামনে থেকে আসা গাড়ি পাশ দিতে গিয়ে সড়ক থেকে নেমে যেতে হয়। আশা করছি সংশ্লিষ্টরা দ্রুত সড়ক প্রশস্তকরণের কাজ করবেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশিদ জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেল্পার পলাতক রয়েছেন। প্রাথমিক ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে বলে ধারণা করা হচ্ছে।