মাদ্রাসা ছাত্রকে বলৎকারের দায়ে একজনের যাবজ্জীবন
প্রকাশঃ ২৩ মার্চ, ২০২২ ০৮:৩৩:৫১
| আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৮:৩৮:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মাদ্রাসার দশ বছরের ছাত্রকে বলৎকারের দায়ে শিক্ষক নোমান মিয়াকে সশ্রম যাবজ্জীবনে দন্ডিত করেছে আদালত। একই সাথে ভিকটিমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয়া হয়েছে রায়ে।
বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত নোমান মিয়া দীঘিনালার ছোট মেরুং ৩নং কলোনীর মো. আলী মিয়ার ছেলে।
রায়ে সন্তোষ জানিয়ে অ্যাডভোকেট বিধান কানুনগো বলেন, ২০১৭ সালের জুন মাসে ভিকটিমের সাথে দীঘিনালার ছোট মেরুং আল ইক্বরা হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক নোমান একাধিক বার প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে যৌন সঙ্গম করে। আগস্ট মাসে বিষয়টি জানার পর ভিকটিমের মা বাদী হয়ে দীঘিনালা থানায় মামলা করেন। চার্জ গঠন শেষে রাষ্ট্র পক্ষ ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে। আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সশ্রম যাবজ্জীবনে দন্ডিত করে। একই সাথে ভিকটিমকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানেরও আদেশ দেয় আদালত।
রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপীল করবেন জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মুর্শেদ ভূইয়া।