শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে রোববার ইউপিডিএফ’র আধাবেলা সড়ক অবরোধ

প্রকাশঃ ১৬ মার্চ, ২০২২ ১১:০৫:০৬ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৯:৫২:০৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। হেফাজতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভের মৃত্যুর ও মহালছড়িতে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী রোববার (২০ মার্চ) খাগড়াছড়ি জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

বুধবার দুপুরে ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার সেনা অভিযানে দীঘিনালার বাবুছড়া থেকে আটকের পর ইউপিডিএফ সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভকে হত্যা ও মহালছড়িতে পাহাড়ীদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে আগামী ২০ মার্চ রোববার ভোর ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হবে। অবরোধে সকল জরুরী সেবাখাত আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া থেকে গত বুধবার সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ সংগঠক মিলন চাকমা ওরফে সৌরভকে আটক করে। আটকের কয়েক ঘন্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল আজিজ। অভিযানে মিলন চাকমার কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ সাংগঠনিক নথিপত্র উদ্ধার করে। নিহত মিলন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে সহ একাধিক মামলায় পরোয়ানা রয়েছে বলে জানান পুলিশ সুপার।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions