শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

দুর্নীতি মামলায় খাগড়াছড়ি আ’লীগের সাবেক সা. সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশঃ ১৫ মার্চ, ২০২২ ০৩:০৬:৪৮ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৬:০১:০৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এ পরোয়ানা জারি করেন বলে নিশ্চিত করেছেন দুদক’র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট সুপাল চাকমা।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য জাহেদুল আলম ২০১৫ সালে পরিষদের মালিকাধীন মার্কেটের তৃতীয় তলা অবৈধ ভাবে দখল করেন। এ ঘটনায় সরকারি সম্পত্তি দখল, আর্থিক ক্ষতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠায় তদন্তে নেমে দুদক।

তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি সদর থানায় মামলা করে দুদক চট্টগ্রাম-২ এর উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন। এতে সরকারি ১৯ লাখ ৮২ হাজার টাকা ক্ষতি হওয়ার সত্যতা মিলেছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions