শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪
বিদেশী পিস্তল,বুলেট,ম্যাগজিনসহ

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র কালেক্টর আটক

প্রকাশঃ ০৯ মার্চ, ২০২২ ১২:১৭:৪৮ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৫:৫৪:২২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বিদেশী তৈরী পিস্তল, বুলেটসহ ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’-এর কালেক্টর (চাঁদাবাজ) স্বপন চাকমা (৪০) কে আটক সেনা বাহিনী। ৩০ বীর খাগড়াছড়ি সেনা বাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব এর নেতৃত্বে পানছড়ি সড়কের দুপুরে গিরিফুল এলাকা থেকে হাতে নাতে আটক করে।

এ সময় তারা কাছ থেকে বিদেশী তৈরী ১টি পিস্তল অস্ত্র, ৩ রাউন্ড বুলেট,১টি ম্যাগাজিন,নেশা জাতীয় ঔষধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধা করা হয়। সে খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তুুষ বিকাশ চাকমার ছেলে। আটককৃত সন্ত্রাসী ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন) মুলের সাথে জড়িত বলে জানান।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি বলেন,খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী,চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর করে মন্তব্য করেন।

অস্ত্রসহ ইউপিডিএফ মুল এর চীফ কালেক্টর স্বপন চাকমা (৪০) কে আটক এর সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই আবু হানিফ ও মো: সালেহ উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions