শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে তেল নিয়ে তেলেসমাতি

প্রকাশঃ ০৮ মার্চ, ২০২২ ১০:৩৯:১১ | আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০১:৩৭:৫৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পাহাড়ি জনপথ পার্বত্য জেলা খাগড়াছড়িতেও ভোজ্যতেল নিয়ে তেলেসমাতি শুরু করেছে ডিলার ও খুচরো ব্যবসায়ীরা। কেউ তেল গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরী করছেন বেশী মুনাফার আশায়, আর কেউ কেউ কোম্পানী কর্তৃক মোড়কে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত দামে বিক্রি করছে ভোক্তাদের কাছে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মূল্য তালিকাও টাঙানো নেই। এক সপ্তাহ ধরে চলছে এমন অবস্থ। এ চিত্র শুধু জেলা সদরে নয়, খাগড়াছড়ির প্রতিটি উপজেলাতেই এমন সংকট তৈরী করেছে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা।   

অভিযোগ পেয়ে মঙ্গলবার খাগড়াছড়ি বাজারে অভিযানে নামেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা। অভিযানে তেল গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরী এবং অতিরিক্ত দামে বিক্রির সত্যতা পেয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এসময় সয়াবিন তেল গুদামজাত করে বাজার মূল্যে অস্থিতিশীলতা তৈরির অপরাধে এবং মূল্য তালিকা না রাখার অপরাধে ‘ফ্রেশ কোম্পানি’র জেলা ডিলার মেসার্স জাফর স্টোরকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন তিনি। এছাড়াও অধিক মূল্য রাখা এবং মূল্য তালিকা না রাখার অপরাধে মেসার্স পলাশ স্টোরকে ১০ হাজার টাকা ও নিজাম স্টোরকে ৮ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। এছাড়া মামুন স্টোর নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সয়াবিন তেল বিক্রিতে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লীজা বলেন, ‘সোয়াবিন তেল গুদামে মজুদ রেখে তেল নেই বলে বাইরে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়েছিলো মেসার্স জাফর স্টোর। এছাড়াও অধিক মূল্য রাখা, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে আরও তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ না করতে তাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে।’

সাধারণ ক্রেতারা বলছেন, জেলার বাহিরের মতো পাহাড়িয়া বাজারেও পাঁচ লিটার বোতলের তেলের বড্ড আকাল। এক ও দুই লিটার বোতলের তেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অপতুুল। আর অন্যদিকে ডিলাররা বলছে, ‘প্রায় দেড় মাস ধরে নাকি কোম্পানি থেকে তেল সরবরাহ বন্ধ রেখেছে। কোম্পানি থেকে বলা হচ্ছে নাকি, ‘সরকার সয়াবিন তেল বিক্রির যে দর নির্ধারণ করে দিয়েছে বিদেশ থেকে তার চেয়ে বেশি দামে তেল আমদানি করতে হচ্ছে তাদের। আর জন্য কোম্পানি তেল দিচ্ছে না তাদের।’


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions