শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

নিরপেক্ষ সরকার ছাড়া কোন কমিশনের দেয়া নির্বাচনে যাবে না বিএনপি

প্রকাশঃ ০২ মার্চ, ২০২২ ০৬:১৯:৩২ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৮:৪৫:৪১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন সরকার মনোনীত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। জনগণকে সাথে নিয়ে সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বুধবার দুপুরে নিত্য পণ্য, তেল, গ্যাস ও বিদ্যুৎয়ের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সম্পাদক মো. শরীফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান সহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অবৈধ পথে ক্ষমতায় আসা সরকার দেশের কোন কিছুর নিয়ন্ত্রণ রাখতে পারছেনা। যার প্রভাব পড়েছে নি¤œ ও মধ্যবিত্তদের ঘাড়ে। দেশের মানুষ অনাহারে মারছে আর আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজেদের আখাড় গুছিয়ে নিচ্ছে। নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে দাবি করে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনকে বেগবান করার অনুরোধ করেন।

এর আগে, জেলা শহরে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের করে যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠন গুলো।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions