চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে
উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়
প্রাঙ্গন হতে র্যালি শুরু হয়ে মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়। উক্ত র্যালী ও আলোচনা
সভায় মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা
প্রাণী সম্পদ কর্মকর্তা শ্রুতি চাকমা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল,
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহন করেন।
র্যালি শেষে "মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার" প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তারা ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহবান জানান। আলোচনার এক পর্যায়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুসমিকা চাকমা মহালছড়ি উপজেলার হালনাগাদ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।