প্রকাশঃ ০১ মার্চ, ২০২২ ১২:৩৮:০১
| আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০৯:২৬:০০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে বিদেশী তৈরী পিস্তল, গুলি, গাঁজা ও সাংগঠনিক নথিপত্র সহ ইউপিডিএফ প্রসীত গ্রুপের এক কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ৯ টায় আটককৃত বাঘ্যা চাকমা ওরফে দত্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির।
তিনি জানান, সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের অভিযানে অস্ত্র, গুলি, মাদকসহ একজনকে আটকের কথা শুনেছি। তাকে থানায় হস্তান্তরের পর অস্ত্র ও মাদক আইনে মামলা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
লক্ষ্মীছড়ি জোন সূত্র জানায়, চাঁদাবাজিসহ দূর্গম এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও ব্যবসা করছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন গুলো। গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন ডিপি পাড়ায় মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইউপিডিএফ প্রসীত গ্রুপের পোস্ট পরিচালক বাঘ্যা চাকমা ওরফে দত্তকে আটক করা হয়। তার কাছে তাকে ব্যাগে তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, নথিপত্র ও ১ কেজি পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র, মাদক সহ অন্যান্য আলামত ও আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।