চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে এক আম বাগানীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৯ টায় জেলা সদরের সাতভাইয়া পাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তনবিহারী চাকমা (৬৫) একই এলাকার লক্ষ্মীধন চাকমার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল তনবিহারী। এ সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।
খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক বিকিরণ চাকমা বলেন, নিহতের বাম পাশে ঘাড়ে পাশাপাশি দুইটি গুলির চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা সঠিক তথ্য দিচ্ছে না দাবি করে তিনি আরও বলেন, নিহতের স্বজনরা এটিকে স্ট্রোক বলে প্রথমে ঘটনা চাপানোর চেষ্টা করেছে। পরে বাড়ির উঠানে গুলি করে হত্যার কথা জানায়। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত করা হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশীদ জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মামলা বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।