নবনির্মিত থানা ভবন ও উন্নয়ন কাজ উদ্বোধন করলেন আইজিপি
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৫৬:৪৬
| আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২৪ ০৭:৫১:২৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে নবনির্মিত দুইটি থানা ভবন, পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে অভিবাদনের সালাম গ্রহণ শেষে একযোগে এসব ফলক উন্মোচন করেন তিনি।
পরে পুলিশ লাইন্সে জেলা পুলিশের নানা পদস্থ কর্মকর্তা ও সদস্যের সাথে মতবিনিময় সভায় যোগ দেন ড. বেনজীর আহমেদ। এ সময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও খাগড়াছড়ির পুলিশ সুপার আব্দুল আজিজ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের আইজিপির সফর ও অনুষ্ঠান সম্পর্কে জেলা পুলিশ সুপার কার্যালয় ও সদর থানা থেকে আমন্ত্রণ জানানো হলেও কোন সাক্ষাতকার দেননি তিনি।
উল্লেখ, খাগড়াছড়ির মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি থানা ভবন, খাগড়াছড়ি সদরের ভাইবোন ছড়া ইউনিয়নের পুলিশ ফাঁড়ি, জেলা পুলিশ লাইন্সের নারী ব্যারাক ভবনের উদ্বোধন করা হয়। এ ছাড়া পুলিশ লাইন্সে ৬ তলা বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।