চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট ডেস্ক। খাগড়াছড়ির রামগড়ে অংশি মারমা নামে ইউপিডিএফের এক সংগঠককে গ্রেফতারের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ২০২২) রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ রামগড় উপজেলা ইউনিট।
সকাল ৯টায় মিছিল পরবর্তী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক হ্লাচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার সভাপতি অসীম চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সদস্য নয়ন চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত আন্দোলনকে নস্যাত করে দেয়ার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ইউপিডিএফের ওপর অন্যায় দমন-পীড়ন চালানো হচ্ছে। তারই অংশ হিসেবে অংশি মারমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। এভাবে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হচ্ছে।
তারা বলেন, যতই দমন-পীড়ন চালানো হোক না কেন ইউপিডিএফ জনগণের ন্যায্য অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে। অত্যাচার-জুলুম চালিয়ে ইউপিডিএফ’র ন্যায়সঙ্গত আন্দোলন কোনভাবেই দমিয়ে রাখা যাবে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে পাতাছড়া ইউনিয়নের বেলছড়ি এলাকা থেকে ইউপিডিএফ সংগঠক অংশি মারমা (৪৫)-কে গ্রেফতার করে বলে অভিযোগ করা হয়।