রবিবার | ১৯ মে, ২০২৪

বান্দরবানে ক্যাবল লাইসেন্স এবং ক্লিন ফিড বিধি ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২১ ০৮:২৩:৫৮ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৯:৩০:০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা পরিচালনায় লাইসেন্স গ্রহণ না করা, নবায়ন না করা এবং ক্লিন ফিড বিধি অনুসরণ করে বিদেশী চ্যানেল প্রদর্শন না করার অপরাধে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ফিড ক্যাবল অপারেটরকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে,এসময় ১জন ক্যাবল অপারেটরকে ও সতর্ক করা হয়।

বুধবার বিকেলে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় বান্দরবানের বালাঘাটার ফিড অপারেটর মো.কাশেমকে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা,ক্লিন ফিড ব্যতীত বিদেশী অনুষ্ঠান সম্প্রচারের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের এই অভিযানে বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর,বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার শুভ্রত কুমার দাশ,বাংলাদেশ টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু এবং বাংলাদেশ টেলিভিশনের লাইসেন্স শাখার দায়িত্বপ্রাপ্ত রহিম উল্লাহ,জেলা প্রশাসনের কর্মচারী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions