শনিবার | ১৮ মে, ২০২৪

বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ স্বাভাবিক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০১৮ ০৯:৫৭:২৭ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০৫:১৫:১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। প্রবল বৃষ্টি আর জলাবদ্ধ পানির কারণে একদিন বন্ধ থাকার পর বান্দরবান রাঙামাটি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে । সকাল থেকে বান্দরবান রাঙামাটি সড়কে মোটরবাইক,ইজিবাইক,ট্রাক ও যাত্রীবাহী বাস চলাচল শুরু করেছে।

মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত কিছুটা কম হওয়ার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে,পৌর এলাকার ইসলামপুর,বালাঘাটা পুলপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চলের জলাবদ্ধ পানি নামতে শুরু করায় জনজীবনে স্বস্তি নেমে এসেছে।

নদীতে পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের বিভিন্ন নৌপথে নৌকা চলাচল সীমিত রয়েছে। এদিকে কয়েকদিনের টানা বর্ষনে পাহাড় ধসের আশংকায় মাইকিং করে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদে সরে যেতে অনুরোধ করছে প্রশাসন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions