শনিবার | ১৮ মে, ২০২৪

সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমার মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশঃ ২৫ জুলাই, ২০১৮ ০৯:৫৪:৫১ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০২:৩৩:৩৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে দুই বার নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী কল্পরঞ্জন চাকমা আর নেই। বুধবার বেলা সাড়ে ১২টায় ঢাকার মগবাজারস্থ কমিউনিটি ট্রাস্ট হাসপাতালে তিনি শেষ নি:শেষ ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

পাহাড়ের বর্ষীয়ান এই রাজনৈতিকের মৃত্যুতে আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊসেশিং ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি,  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা পৃথক পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।
 
মৃত্যু কালে কল্পরঞ্জন চাকমার বয়স ছিল ৯৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে  গেছেন।
 
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions