শনিবার | ১৮ মে, ২০২৪

বাঘাইছড়িততে দ্বিতীয় করোনা রোগীর বাড়ী লকডাউন

প্রকাশঃ ০৯ জুনe, ২০২০ ১২:১০:১৪ | আপডেটঃ ১২ মে, ২০২৪ ০৪:৫৪:২৫
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের বাবু পাড়ায় দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইফতেখার আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

পৌরসভার ৪নং ওয়ার্ডের বাবু পাড়ায় ৫৭ বছর বয়সী এক ব্যাক্তির করোনা পজেটিভ রিপোর্ট হাতে পাওয়ার  পরপরই দুপুর ১টার সময় উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু পরিবারের ৭ সদস্যসহ বাড়িটি লকডাউন করেন এবং প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সহায়তা প্রদানের আশ্বাস দেন।

বাঘাইছড়িতে এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ জনে, তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

প্রসঙ্গত: গত রোববার (৭ জুন) উপজেলার মাষ্টার পাড়ার ৭২ বছর বয়সী এক চা বিক্রেতার প্রথম করোনা পজেটিভ সনাক্ত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions