বৃহস্পতিবার | ২১ নভেম্বর, ২০২৪
করোনা ভাইরাস প্রতিরোধে

বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

প্রকাশঃ ১৮ মার্চ, ২০২০ ১০:০৩:৪৮ | আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ১০:০৭:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবানে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমনে নিরুৎসাহিত করা হচ্ছে। রাতে সরকারি সিদ্ধান্তে পর্যটকদের ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  

আজ বুধবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের অন্যতম দর্শণীয় স্থান নীলাচল, নীলগিরি, চিম্বুক, মেঘলা, স্বর্ণমন্দির, শৈল প্রপাত, প্রান্তিকলেক’সহ ট্যুরিষ্ট স্পটগুলো ঘুরে দেখা গেছে ভ্রমণপিপাসু পর্যটকের উপস্থিতি কম। অনেকটা পর্যটকের আগমন নেই বললেই চলে। জেলার দূর্গমাঞ্চলের দর্শণীয় স্থান বগালেক, কেওক্রাডং, দামতোয়া ঝর্ণা, নাফাকুফ, বড়পাথর, রেমাক্রী, দেবতা কুম, জাদিপাই ঝর্ণা, রিজুক ঝর্ণা’সহ পাহাড়ের আকর্ষণীয় ট্যুরিষ্ট স্পটগুলোতেও পর্যটক নেই বলে জানিয়েছেন ট্যুরিষ্ট গাইডরা।

এবিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ: দাউদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। করোনা প্রতিরোধে পর্যটকদের বান্দরবান ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। রাতে সরকারি সিদ্ধান্তে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা আরোপ করা  হয়েছে। করোনা ভাইরাসের সংক্রামক রোগে দেশী-বিদেশী পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহবান জানান তিনি। পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক দিক নির্দেশনা দেয়া হয়েছে।

পর্যটন |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions