রবিবার | ১৯ মে, ২০২৪
রাঙামাটিতে

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশু-কিশোর মেলার ৪দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ

প্রকাশঃ ০১ মার্চ, ২০২০ ০৬:২৪:৩০ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৮:১০:১৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার পক্ষ শিশু-কিশোরদের নিয়ে রাঙামাটিতে ৪দিন ব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে ৭ মার্চ শনিবার সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা।

১৩ ই মার্চ শুক্রবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে কবিতা আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা।
১৪ই মার্চ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমীতে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে সংগীত প্রতিযোগিতা  অনুষ্ঠিত হবে।

৩দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ১৭ ই মার্চ বিকেল ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য পাদদেশে। ১৭ই মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপি। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখা কর্তৃক আয়োজিত ৪দিন ব্যাপী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions