শনিবার | ১৮ মে, ২০২৪

রাঙামাটিতে ৯৭ বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ

প্রকাশঃ ০১ মার্চ, ২০২০ ০৬:০৫:৪২ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৩:৫৫:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে রাঙামাটির ১০ উপজেলার ৯৭ বৌদ্ধ বিহারে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। প্রবারণা পুর্ণিমা-২০১৯ উপলক্ষে দেয়া এসব আর্থিক অনুদানের চেক বিতরণ করে, ধর্ম মন্ত্রণালয়ের অধীন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট। সকালে শহরের মৈত্রী বিহারের দেশনালয়ে এসব চেক বিতরণ করা হয়েছে।

বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙামাটির পার্বত্য জেলার ট্রাস্টি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কলামিস্ট অভয় প্রকাশ চাকমা ও সম্বোধি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইন্দু লাল চাকমা প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলায় প্যাগোডাভিত্তিক পরিচালিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সুপারভাইজার স্বাক্ষর চাকমা।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ অসাম্প্রদায়িক। প্রধানমন্ত্রী সব ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর কল্যাণে সব সময় আন্তরিক। প্রত্যেক বৌদ্ধ বিহারে অনুষ্ঠানভিত্তিক বছরে দুইবার আর্থিক সহায়তা দেন তিনি। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয় হতে ব্যাপক সহায়তা দেয়া হচ্ছে। এসব সহায়তা এ জেলার বৌদ্ধ বিহারগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরে ৯৭ বৌদ্ধ বিহারের প্রত্যেকটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেয়া হয়। এতে মোট ১০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions