রাঙামাটির বরকলে ২ ভারতীয় নাগরিকসহ ৭ জনকে আটক করেছে বিজিবি বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত রাঙামাটিতে শুরু হয়েছে ৩দিন ব্যাপী রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা লংগদুতে স্কুল, মসজিদ-মাদ্রাসার ৯৩ শতক জমি বেলালের অবৈধ দখলে বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে যা পাওয়া গেল
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই যোদ্ধা ও সর্বশেষ শহীদ আব্দুল্লাহ ভাই এর রুহের মাগফেরাত কামনা করে আজ (১৫ নভেম্বর) বাদে জুমা, রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় শিবিরের রাঙামাটি জেলা সভাপতি শাফি বলেন, আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যতদিন না পর্যন্ত এ ফ্যাসিস্টের মূল উৎপাটন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নব নিযুক্ত সদস্য মো: হাবীব আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং মেডিকেল কলেজ, সরকারি কলেজ এর শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী আন্দোলন এর অন্যতম সৈনিক মো: ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলম সহ সাধারণ ছাত্র- জনতা উপস্থিত ছিলো।
তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে জুলাই-আগস্টের যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার মারা যান। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। নিহত আবদুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।