প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২৪ ০৭:০৯:০০
| আপডেটঃ ০১ নভেম্বর, ২০২৪ ০৭:৪৪:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পর্যটকদের স্বাগত জানাতে রাঙামাটিতে পরিষ্কার- পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল থেকে রাঙামাটিতে পর্যটকদের আগমন ঘটবে। পর্যটকরা এসে যাতে একটি পরিচ্ছন্ন শহর দেখতে পায় এই কারণে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা, রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানসহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার পর খাগড়াছড়ি, দীঘিনালা উপজেলা এবং রাঙামাটি শহরে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়লে এই দুই জেলায় চারজন নিহত এবং বহুজন আহত হয়েছিলো।
পর্যটকদের নিরাপত্তা এবং শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত একটানা ২৪ দিন পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করেছিলো স্থানীয় প্রশাসন। তবে গতকাল বুধবার প্রশাসন ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা বিনা বাধায় ভ্রমণ করতে পারবেন। তবে বান্দবানের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়।