রবিবার | ০৮ সেপ্টেম্বর, ২০২৪

রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের “মাস্টার প্ল্যান” বিষয়ক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৬ জুলাই, ২০২৪ ০৬:৪৬:৩১ | আপডেটঃ ০৭ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩০:০৩

সিএইচটি টুডে ডট কম , রাঙামাটি। আজ ১৬ জুলাই ২০২৪ সকাল ১১টায় রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের কাজ শুরু করার জন্য রাবিপ্রবি কর্তৃপক্ষ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটি এবং শেলটেক প্রাইভেট লিমিটেড-এর মধ্যে এক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি ভবন নির্মাণের প্রয়োজনীয় ডিজাইন হস্তান্তর করা হয়।

 

রাবিপ্রবিমাস্টার প্ল্যানঅনুযায়ী প্রকল্পভুক্ত অত্যাবশ্যকীয় চারটি ভবনের নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রমাণক হস্তান্তর সমঝোতা স্মারক প্রণয়নের সভায় রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর . সেলিনা আখতার এর সভাপতিত্বে উক্ত সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর . মুহাম্মদ আলমগীর হোসেন, সচিব . ফেরদৌস জামান, পরিকল্পনা উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলাম।

 

এছাড়া সভায় রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর . কাঞ্চন চাকমা এবং রাবিপ্রবিমাস্টার প্ল্যানকমিটির বহিস্থ সদস্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর এম. রুহুল আমিন, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার,ফেলো, আইইবি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক  ইফতেখার রহমান, শাবিপ্রবি আর্কিটেকচার বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল আরেফিন, ব্যবসা প্রশাসন অনুষদের ডীন ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব সূচনা আখতার, সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক  ধীমান শর্মা, পরিকল্পনা উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত)  আব্দুল গফুর, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক  সপ্তর্ষি চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক  সাজজাদ মাহমুদ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব খোকনেশ্বর ত্রিপুরা, রাঙামাটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে রাঙামাটি জেলার তত্বাবধায়ক প্রকৌশলী জনাব সমির কুমার রজক দাস এবং নির্বাহী প্রকৌশলী  বিজক চাকমা, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার  মাহবুব আরা, প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী জনাব দীনেশ চাকমা, সহকারী প্রকৌশলী  নিকেতন চাকমা এবং কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত)  বর্না চাকমা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর . মুহাম্মদ আলমগীর হোসেন মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি ভবন নির্মাণের প্রয়োজনীয় বিভিন্ন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং যারা মাস্টার প্ল্যান কাজে জড়িত ছিলেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions