জেলা ক্রীড়া উন্নয়ন ফোরামের এডহক কমিটির পরিচিতি সভা ও লোগো উন্মোচন রাঙামাটিতে ১০দিনব্যাপী লোক ও কারু মেলা শুরু বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের অভিযানে তিন ইটভাটা বন্ধ অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় ‘আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে আরজা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) মধ্যরাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার বিধবা টিলায় নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন তিনি। বন্য হাতি ঘর থেকে ধান খেতে গিয়ে ঘর ভাঙচুর করার একপর্যায়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
বগাচতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বশর জানান, আরজা বেগম বগাচতর ইউনিয়নের মৃত জহিরুল ইসলামের স্ত্রী। প্রতিদিনের মতো আজকেও ঘরে ঘুমাচ্ছিলেন। রাতে পাহাড় থেকে দুটি বন্য হাতি লোকালয়ে এসে তাদের বাড়িতে তান্ডব চালায়। এ সময় হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান আরজা বেগম।
লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে।