শুক্রবার | ১৭ জানুয়ারী, ২০২৫

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কাউখালীর ঘাগড়া শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৪ ০৭:৫৫:৫৮ | আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৫:৪২:২২

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। জনসংখ্যা নিয়ন্ত্রন প্রাতিষ্ঠানিক ভাবে সেবা বৃদ্ধিতে অবদান রাখায় কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদকে এবার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত করেছে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।


বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে উপলক্ষে ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচনের পুরষ্কার তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।


সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক বেগম শাহান ওয়াজ সহকারী পরিচালক মতিউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


কাউখালী উপজেলার বৃহৎ ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কাউখালী উপজেলা যুবলীগের পর পর দুবার নির্বাচিত সাধারন সম্পাদক নাজিম উদ্দিন ঘাগড়া ইউনিয়নে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে গিয়ে প্রাতিষ্ঠানিকভাবে যেসব মা মন্তান প্রসব করেছেন তাদেরকে বিনামূল্যে জন্মনিবন্ধন সহ বিভিন্ন উপহার সামগ্রী পৌছে দিয়ে ইতিমধ্যে বেশ প্রশংসা অজন করেছেন।


ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন তার ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions