শনিবার | ১৮ জানুয়ারী, ২০২৫
পার্বত্য চট্টগ্রাম

রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৪ ০১:২৪:৪৬ | আপডেটঃ ১৭ জানুয়ারী, ২০২৫ ০৩:৪২:৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বেতবুনিয়া বাজার ও শহরের টিভি স্টেশন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এ বিক্ষোভ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রটিক ফ্রন্ট  (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া বাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এসময় প্রায় ঘন্ট্যাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। একই সময় শহরের টিভি সেন্টার এলাকায় রাস্তা অবরোধ কওে বিক্ষোভ সমাবেশ করে। পরে আইন শৃঙ্খলাবাহিনী এসে তাদের সরিয়ে দেয়।

বেতবুনিয়া বাজারের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিকন চাকমা, পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইমং মার্মা। এসময় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাসহ তিন সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত।

এসময় বক্তারা বলেন, আগামী ১১ জুলাই উচ্চতর আদালতের মাধ্যমে রাষ্ট্রের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম ১৯০০ সালের শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে। এটি বাতিল করা হলে পার্বত্য চট্টগ্রামের শত বছরের ঐতিহ্যবাহী রীতিপ্রথার প্রতিষ্ঠান ধ্বংসের পাশাপাশি পাহাড়ে প্রচন্ড অশান্তি সৃষ্টি হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions