রবিবার | ১৯ জানুয়ারী, ২০২৫

কাউখালীতে টানা বৃষ্টি, চারটি ইউনিয়নে ৩৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

প্রকাশঃ ০৪ জুলাই, ২০২৪ ০২:৩৮:০৭ | আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৩১:৫২

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। গত য়েকদিনের টানা ভারী বর্ষনের কারনে বড় ধরনের কোন পাহাড় সের ঘটনানা ঘটলেও বিভিন্ন এলাকায় ছোট ছোট পাহাড় সের ঘটনা টেছে। তে য়েকটি রের আংশিকক্ষতি য়েছে।


ঘাগড়া ইউনিয়েনের বেশ কিছু এলাকাকাশখালী,জুনুমছড়া ঘাগড়ার কলাবাগান এলাকারিদর্শন রেছেন উপজেলা নির্বাহী ফিসার হ্যাপী দাস। এসময় কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান মেম্বাররা উপস্থিত ছিলেন।


নির্বাহী ফিসার হ্যাপী দাস জানান, কাউখালীতে তেমন কোন বড় দুর্ঘটনা ঘটেনি। তবে আমরা জরুরী অবস্থার জন্য ৩৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এবং টানা বৃষ্টি হলে কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা তৈরী হয়। যার ফলে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এছাড়া সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং জনগণকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।


উল্লেখ্য, ২০১৭ সালে পাহাড় ধসে কাউখালী উপজেলাতে ২১ জনের প্রাণহানি ঘটে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions