প্রকাশঃ ০৩ জুলাই, ২০২৪ ০৬:৫৬:০৮
| আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৬:৩১:২৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাঙামাটি জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা এডভোকেট দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, যুবদল সাধারন সাধারন সম্পাদক আবু সাদাৎ সায়েমসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, মিথ্যা মামলা দিয়ে আপোষহীন নেত্রী খালেদা জিয়াকে সরকার আটক করে রেখেছে। এরশাদ বিরোধী আন্দোলনসহ নানা আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন নেত্রী, সরকার তাকে ভয় পায়। এজন্য অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে ফ্যাসিষ্টবাদ কায়েম করেছে।
তারা আরো বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছে তা পতন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।