রবিবার | ১৯ জানুয়ারী, ২০২৫
রাঙামাটির

বৃহস্পতিবার বাঘাইছড়ির কাচালং কলেজের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশঃ ০৩ জুলাই, ২০২৪ ০৬:৩৪:১৯ | আপডেটঃ ১৮ জানুয়ারী, ২০২৫ ০৯:৪৭:৪২

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বাঘাইছড়িতে বন্যায় কাচালং সরকারি কলেজ কেন্দ্রে  আগামীকালে এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।

 

বুধবার(০৩ জুলাইসন্ধ্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের  পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এম এম মুজিবুর রহমানের সই করা এক অফিস আদেশে সব তথ্য জানানো হয়েছে। 

 

নোটিশে বলা হয়েছে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজ( কেন্দ্র বাঘাইছড়ি-০১, কেন্দ্র কোড ২৫২) কেন্দ্রের আগামীকাল ০৪/০৭/২০২৪ তারিখের অনুষ্ঠিত ইংরেজি( আবশিক) ১ম পত্র, বিষয় কোড ১০৭ এর পরীক্ষা স্থগিত করা হলো। 

 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি ডিগ্রি কলেজের  পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা বোর্ড। তবে উপজেলার আরেক কেন্দ্র  শিজক কলেজে  সারা দেশে যে ভাবে পরীক্ষা চলতেছে সেভাবে পরীক্ষা হবে। শুধু কাচালং কলেজের পরীক্ষা কেন্দ্রটা স্থগিত করা হয়েছে। 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions