পদ ফিরে পেলেন সাবেক মেয়র ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুট্টো রাঙামাটির কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুছাইন চৌধুরীসহ গ্রেপ্তার ২ রাবিপ্রবিতে “প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা শিক্ষা বৃত্তি” বিষয়ক সভা অনুষ্ঠিত খাগড়াছড়ির গুইমারাতে সেনা অভিযানে গাঁজা ক্ষেত ধ্বংস শীতার্তদের মাঝে লংগদু জামায়তের উদ্যোগে ত্রান সহায়তা বিতরণ
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে ২৯'মে স্থগিত হওয়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন ৯ জুন অনুষ্ঠিত হবে।
এরইমধ্যেই ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৩৯ টি ভোট কেন্দ্রের মধ্যে শুক্রবার সকাল থেকে সাজেক ও বাঘাইছড়ি ইউনিয়নের দূগর্ম ৬ টি কেন্দ্র ভাইবোন-ছড়া, দোসর, শিয়ালদাহ, তুইছুই ও বেটলিং কেন্দ্রে ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাড ব্যাবহার করে বিমান বাহিনীর হেলিকপ্টারের সাহায্যে ভোটের মালামাল ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে।
এবারের নির্বাচনে জাতীয় কোন রাজনৈতিক দল
অংশ না নিলেও ৭৮
হাজার ২৯ জন ভোটারের
বিপরীতে নির্বাচে
প্রতিদ্বিতা করেছে পাহাড়ের বড় দুই আঞ্চলিক
সংগঠন জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফ প্রসীত
দলের সমর্থন নিয়ে আনারস প্রতীকের
অভিভ চাকমা ও জেএসএস সংস্কার
দলের ঘোড়া প্রতীকের সুদর্শন
চাকমা। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে
৫ জন ও নারী
ভাইস চেয়ারম্যান পদে ২ জন
প্রার্থী প্রতিদ্বিন্তা করছেন।
এই নির্বাচনকে ঘিরে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
উল্লেখ ২০১৯ সালের ১৮ই মার্চ পঞ্চম ধাপের বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ গুলিবিদ্ধ হয়ে মারাত্মক ভাবে আহত হয়েছে। এবার যেন কোন ভাবেই বড় কোন সহিংসতা ঘটতে না পারে সেদিকে সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন।