বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫

রাবিপ্রবি ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

প্রকাশঃ ০৬ জুনe, ২০২৪ ০৬:৪১:৪৩ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:১২:২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিশ্ববিদ্যালয় ব্যাংকের মধ্যে নানা কর্মসূচী পরিচালনার লক্ষ্যে রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর (রাবিপ্রবি) সাথে জনতা ব্যাংক পিএলসি, রাঙামাটি শাখার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার দুপুর :০০ ঘটিকায় রাবিপ্রবি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণারের সভা কক্ষে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অর্থ হিসাব শাখার পরিচালক জনাব নূরুজ্জামান জনতা ব্যাংক পিএলসি এর পক্ষে ব্যবস্থাপক জনাব অতীশ চাকমা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। পরে তাঁরা পরস্পরের সাথে স্বাক্ষরিত স্মারক বিনিময় করেন।

 

সমঝোতা স্মারক অনুষ্ঠানে রাবিপ্রবি'  ভাইস চ্যান্সেলর প্রফেসর .সেলিনা আখতার, প্রক্টর ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান . নিখিল চাকমা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি অনুষদের ডীন  ধীমান শর্মা, বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের ডীন সহকারী অধ্যাপক  সূচনা আখতার, অর্থ হিসাব বিভাগের পরিচালক মোঃ নূরুজ্জামান, পরিকল্পনা ওয়ার্কস বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত)  আবদুল গফুর, এপিএ ফোকাল পয়েন্ট এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার জনাব সেতু চাকমাসহ রাবিপ্রবি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকগণ, কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions