বৃহস্পতিবার | ২৩ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে ;নির্বাচনী বিতর্ক

প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৪ ০৬:৩৯:০৪ | আপডেটঃ ২১ জানুয়ারী, ২০২৫ ০৩:১২:২৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  প্রথম ধাপের উপজেলা নির্বাচনে রাঙামাটি সদর উপজেলায় উন্নয়ন,সমস্যা সম্ভাবনার  নানা দিক তুলে ধরে  রাঙামাটি সদর উপজেলায় 'নির্বাচনী বিতর্ক' অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন তিন চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ মানুষ।

 ২৭এপ্রিল শনিবার সকাল ১০ টায় রাঙামাটি শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে  ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)

ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদের সঞ্চালনায় বিতর্কে অংশ নেন রাঙামাটি সদর  উপজেলার তিন চেয়ারম্যান পদপ্রার্থী ।রাঙামাটি জেলা আইনজীবি  সমিতির  সহ-সভাপতি  ৫৪ নং তারাবুনিয়া মৌজার হেডম্যান,বিপ্লব চাকমা,বাংলাদেশ ছাত্রলীগ  রাঙামাটি সরকারি কলেজ  শাখার সাবেক সভাপতি   কেন্দ্রীয় সংসদের সদস্যপঞ্চানন ভট্টাচার্য ,   জয়িতা পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠক সুফিয়া কামাল জিমি।  প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনি ইশতেহার, অঙ্গীকার, প্রত্যাশা অবস্থান তুলে ধরেন।

বিতর্কের শেষ অংশে নির্বাচনী এলাকার নানা সমস্যা, হতাশা, সংশয় নিয়ে প্রার্থীদের বিভিন্ন প্রশ্ন করেন সাধারণ মানুষ। এসব উত্থাপিত প্রশ্ন, সাম্প্রতিক সমস্যা এবং নির্বাচিত হলে সেই সব সমস্যা সমাধানে প্রার্থীদের ভূমিকাসহ নানা প্রশ্নের উত্তর দেন অংশগ্রহণকারী প্রার্থীগণ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions