রবিবার | ২৪ নভেম্বর, ২০২৪

ভবিষ্যত প্রজন্মকে শক্তিশালী করতে পারলে দেশ নিরাপদে থাকবে: পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ১৭ মার্চ, ২০২৪ ০৭:৪৪:৫১ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ০৬:২১:১৪

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য  চট্টগ্রাম  বিষয়ক  মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী  খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাএমপি বলেছেন- আজকের  শিশুরা  অনেক  দক্ষঅনেক পারদর্শী। তাদের যদি আমরা কটু তাদের পাঁছে দাড়াই। তাহলে নিশ্চয় এদেশ তাদের হাতে নিরাপদ থাকবে। শেখ হাসিনার লক্ষ্য  উদ্দেশ্য হচ্ছে যে আজকের শিশুরা আগামী দিনে তারা দেশ পরিচালনা করবেতারাই দেশ রক্ষা হবেতাদের হাতে নিরাপদ থাকবে। তাদের হাতে নিরাপদে দেশ রাখতে চাইলে তাদেরকে বড় করে অনন্য ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্য রাখতে হবে

 

রবিবার (১৭মার্চসকালে খাগড়াছড়ি টাউনহল মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী  জাতীয় শিশু দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে টাউন হল প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা সহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানরাজনৈতিক নেতৃবৃন্দ

তিনি আরো বলেনআমরা সকলে মিলে কাজ করলে ২০৪১সালে স্মার্ট বাংলাদেশক্ষুধা দারিদ্রমুক্তনিপীড়ন শোষণমুক্তবৈষম্যহীন দেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। বিগত ১৫বছরে দেশে অনেক সংকট সৃষ্টি হয়েছিল। বৈশিক করোনা মহামারী থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধবাজারে মূল্যস্ফীতি।  তখন অনেকেই  নানান ভাবে ষড়যন্ত্রকারীরা চিন্তা করছিলোহয়তো বাংলাদেশ আবার তলিয়ে যাবে। কিন্তু বাংলাদেশ তলিয়ে যায় নাই। এটা একমাত্রই সম্ভব হয়েছে এদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন  পদে বিভিন্ন  জায়গায় দায়িত্ব প্রাপ্ত  থেকে  নিরসলভাবে কাজ করেছেন। তাদের ভিতরে দেশপ্রেম আছে , তারা দেশকে ভালোবাসেনদেশের সন্তানদের ভালোবাসেনদেশের সন্তানদের রক্ষা করেছেনমানুষের জীবনমান উন্নয়নের জন্য সচেষ্ট থেকে নিজ নিজ দায়িত্ব পালন করেছেন বলে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নিজেদের দায়িত্ব পালন করেছেন বলে বাংলাদেশ অত্যন্ত চমৎকা একটা সুশৃঙ্খল দেশে পৌছাতে পেরেছি।  অর্জন সকলের।  অর্জন মাদের যথেষ্ট নয়আরো অর্জন করতে হবে

তিনি আরো বলেনআজকের শিশুরাই গামী দিনের ভবিষ্যত। আগামীর ভবিষ্যত প্রজন্মকে যদি শক্তিশালীভাবে সৃষ্টি করতে না পারিশাক্তিশালী করে দাঁড়াবার জন্য তৈরি করতে না পারিতাহলে অন্যান্য পৃথিবীর যে দেশ তলিয়ে গেছেদিশেহারা হয়ে গেছেসেই রকমই হয়ে যাবে। সেই জনই আমাদের  জাতীয় শিশু দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্য। এদেশের সকল মানুষই বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানু হিসেবে বাংলাদেশকে ভালোবাসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বারবার জাগ্রত করতে হবে। আমাদের ক্ষ্য হচ্ছে শিশুদের বড় করা। সুষ্ঠভাবে এবং নিরাপদে তাদের জায়গায় পৌঁছে দেয়া

আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ হিদুজ্জামানের সভাপতিত্বে এবং দিঘিনালার কুজেন্দ্র-মল্লিকা মর্ডাণ কলেজের প্রভাষক পারভীন আক্তারের সঞ্চালনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীপুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বারখাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীখাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলমবীর মুক্তিযোদ্ধা মোঃ রইস উদ্দি আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও অনুষ্ঠানে ঙ্গবন্ধুকে নিয়ে লেখা স্বরচিত বিতা আবৃত্তি করেন অধ্যাপক বরেন্দ্র লাল ত্রিপুরা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী  জাতীয শিশু দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুলের শিক্ষার্থী

সভা শেষে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটজেলা শিল্পকলা একাডেমি  জেলা শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়

এরপরই দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত ৩টি ট্রাই সাইকেল  ৬টি সাদাছড়ি বিতরণ করা হয়

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions