রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতা: অনিক চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার ৩ লংগদুর শিশু ধর্ষণ মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বান্দরবানে দূর্গা পূজা উদযাপন কমিটির সাথে সেনাবাহিনীর মতবিনিময় ১৬ বছর পর লংগদুতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পিত সংঘাত সৃষ্টিকারী পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি পিসিসিপি'র
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহী বাস - পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত আরো ১০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।
স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থরে মৃত্যু হয়। আহত হয় অন্তত ১০ জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে। পিক আপে করে যাত্রীরা গুইমারা যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসে।
খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছে। অনেকে আহত হলেও ৫ জনের অবস্থা আশংকাজনক।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।