বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত রাঙামাটিতে শুরু হয়েছে ৩দিন ব্যাপী রাস মহোৎসব ও রাস পূর্ণিমা মেলা লংগদুতে স্কুল, মসজিদ-মাদ্রাসার ৯৩ শতক জমি বেলালের অবৈধ দখলে বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে যা পাওয়া গেল খাগড়াছড়িতে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন কারাগারে
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি(রাঙামাটি)।রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির কংলাক পাহাড়ে অবস্থিত রিসোর্টে আগুন লেগেছে
বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোয়া রিসোর্টে আগুন লাগে, মুহুর্তেই আগুন আশেপাশের রিসোর্ট, দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শিরা জানায়, কংলাক পাহাড়ের মেঘছোয়া রিসোর্টের পাশে স্থানীয়রা কাঠ পুড়িয়ে আগুন পোহানোর সময় সেখান থেকে আগুন লাগে বলে ধারনা করা হচ্ছে। সেনাবাহিনী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। রিসোর্টে অবস্থানরত পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুনে ২টা রিসোর্ট, একটা বাড়ি ও একটি দোকান সম্পুর্ণ পুড়ে গেছে।
সাজেক কটেজ মালিক সমিতির সহ সভাপতি চাইথুয়াং অং চৌধুরী জয় জানান, মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়, অবশ্য পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। আগুণে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।