বুধবার | ২৩ অক্টোবর, ২০২৪

রাজস্থলীতে আঞ্চলিক দুই দলের মধ্যে গোলাগুলি

প্রকাশঃ ২০ জানুয়ারী, ২০২৪ ০৪:১৪:৫৭ | আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ ০৬:৩৮:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ের দুইটি আঞ্চলিক দলের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে।

তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। গোলাগুলির কারনে স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। শনিবার সকালে উপজেলার দুর্গম বাঙ্গালহালিয়া ইউনিয়নের খুধুমছড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম বলেন, শনিবার সাকালে  আঞ্চলিক দুই দলের মধ্যে খুধুমছড়া এলাকায় গোলাগুলির খবর পাই। এতে কয়েকশ রউন্ড গুলি দুপক্ষর মধ্যে ছোঁড়া হয়। আঞ্চলিক দল জন সংহতি সমিতি(জেএসএস) ও মারমা ন্যাশনাল পার্টির (এমএনপি/মগপার্টি)  মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এখন পরাস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদন্যরা গেছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions