সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির পানছড়িতে তৃণমূল বিএনপির নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তের হামলায় প্রার্থীর গাড়ি ভাংচুর ও সমর্থকদের মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ২ টার দিকে জেলার পানছড়ি উপজেলার দুদকছড়া এলাকায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন প্রার্থী উশ্যেপ্রু মারমা। এতে ১ টি প্রাইভেট কার, ১ টি মাইক্রো ও ১২ টি মটরসাইকেল ভাংচুর করা হয়। একই সাথে দুর্বৃত্তরা তৃণমূল বিএনপির সমর্থকদের মারধর করে ৯ জনকে আহত করে।
তৃণমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু মারমা অভিযোগ করেন, পূর্বনির্ধারিত ভাবে পানছড়ি উপজেলায় প্রচারণায় করতে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে যান তিনি। পানছড়ির দুদকছড়ায় পৌঁছায় পর কয়েকজন সশস্ত্র ব্যক্তি প্রচারণা করতে বাধা দেয়। একসময় গাড়ি ভাংচুর ও প্রচারণায় যাওয়া লোকজনদের ওপর মারধর করে। এতে ২ টি গাড়ি, ১২ টি মটরসাইকেল ভাংচুর করা হয়। ৯ জন সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছে। ধারণা করা হচ্ছে ইউপিডিএফ'র পক্ষ থেকে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, গেল ১২ ডিসেম্বর পানছড়ির পূজগাংয়ে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে জনগণ ভোট বর্জন করেছে। এ পরিস্থিতিতে ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ায় স্থানীয়রা তাদের প্রতিহত করে থাকতে পারে। ইউপিডিএফ এ ঘটনার সাথে জড়িত নয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম জানান, এখনও এ ধরণের কোন তথ্য জানা নেই।
উল্লেখ, পানছড়িতে গেল ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফর ৪ নেতাকর্মী নিহত হয়। এর প্রতিবাদে ভোট বর্জনের ডাক দেয় সংগঠনটি।