সোমবার | ১৪ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের সহায়তা

প্রকাশঃ ০৩ ডিসেম্বর, ২০২৩ ০৮:১৭:৩১ | আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ ০৮:০২:৪২

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি বাজারে গেল রাতে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ ব্যবসায়ীকে তাৎক্ষনিক আর্থিক সহায়তা, খাদ্যশস্য টিন বিতরণ করা হয়েছে। বোববার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদ কার্যালয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জায়গার মালিকদের এসব মানবিক সহায়তা প্রদান করা হয়। 

 

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুনির হোসেন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে চেক খাদ্যশস্যের বরাদ্দপত্র প্রদান করেন। 

 

সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম জানানআগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতা প্রদান করা হবে। জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তার চেক, খাদ্যশস্যের বরাদ্দপত্র জায়গার মালিককে টিন দেয়া হয়েছে। 

এর আগে, উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলামের নেতৃত্বে প্রশাসনের একটি প্রতিনিধিদল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। 

 

রোববার ভোররাতে খাগড়াছড়ি বাজারের দক্ষিণ মাথা এলাকায় অগ্নিকাণ্ডে ১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions