সিএইচটি টুডে ডট কম,খাগড়াছড়ি। খাগড়াছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার লক্ষে শেষ দিনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৬ জন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত খাগড়াছড়ি (২৯৮নং) আসনে মনোনয়ন সংগ্রহ ও জমা দিয়েছেন ৭ জন প্রার্থী।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা দলীয় সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার মো. সহিদুজ্জামানের কাছে মনোনয়ন জমা দেন। এরপর বিকেল ৩ টায় জাকের পার্টির প্রার্থী মো. হোসেন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা, তৃণমূল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা ও বাংলাদেশ কংগ্রেসের হাবীবুর রহমান মনোনয়ন জমা দেন। এর আগে গতকাল আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা মনোনয়ন জমা দেন।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা স্বতন্ত্র ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া গুইমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
এ দুই প্রার্থী নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চায় বলে জানান, নির্বাচন নিয়ে দেশের জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে যে অস্বস্তি আছে তা দুর করতে হবে সরকারকে। আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থেকে পর্যবেক্ষণ করতে চায়।
খাগড়াছড়ির জেলা
প্রশাসক ও
রিটার্নিং অফিসার
জানান,
আজ
পর্যন্ত ৭
জন
প্রার্থী মনোনয়ন
সংগ্রহ
করেছেন
এবং
সব
প্রার্থী জমা
দিয়েছেন। আগামী
রোববার
প্রার্থীতার যাচাই
বাছাই
হবে
রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
খাগড়াছড়ি আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩ ৪৬ জন।