সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব নারী ও কিশোরীদের ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়নে প্রকল্প সমাপনী ও মেন্টর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৮নভেম্বর সকাল সাড়ে ১০টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটটোরিয়ামে জাবারাং,কেএমকেএস ও তৃণমূল এর যৌথ উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভী'র সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি'র নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার।
এ উপলক্ষ্যে বাল্যবিবাহ বিষয়ক সচেতনতা মূলক দুটি নাটক মঞ্চায়নকরা হয় এবং ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়।
এ অনুষ্ঠানে তৃণমূল উন্নয়ন সংস্থা'র প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা'র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন
তৃণমূল উন্নয় সংস্থা'র রিপন চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. ছাবের,সদর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম,জেলা পরিবার পরিকল্পনা'র উপ-পরিচালক মো: ফারুক আবদুল্লাহ,বাংলাদেশ নারী প্রগতি সংঘ'র প্রকল্প ম্যানেজার সঞ্জয় মজুমদার,সিমাভী নেদারলেন্স লবি ও এডভোকেসী অফিসার ইসরাক ফারুকী প্রমূখ।
এছাড়াও জাবারাং কল্যাণ সমিতি'র প্রকল্প সমন্বয়কারী দয়ানন্দ ত্রিপুরা,কেএমকেএস'র প্রকল্প সমন্বয়কারী কাজল বরন ত্রিপুরাসহ তিনটি এনজিও সংস্থা'র শত-শত কিশোরী ও মেন্টররা উপস্থিত ছিলেন।