সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। ঘাগড়া কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমার বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঘাগড়া কলেজের আয়োজনে ঘাগড়া কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো সামশু চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্রগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর রেজাউল করিম।
ঘাগড়া কলেজের গভর্নিং বডির সভাপতি অভয় প্রকাশ চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্রগ্রাম অঞ্চলের উপ পরিচালক ড গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্রগ্রাম অঞ্চলের পরিচালক মো মোশাররফ হোসেন, শিক্ষা চিন্তক ও গবেষণক ড শামসুদ্দীন শিশির, ঘাগড়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চায়না চাকমা প্রমুখ ঘাগড়া কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয় পরে কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।