রবিবার | ২২ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ নভেম্বর, ২০২৩ ০৪:৩৬:৫৩ | আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৯:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে আজ বুধবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মো: জাহিদুল ইসলাম, আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা প্রমুখ।
এসময় জানানো জানানো হয় প্রতিবছরের মত এবছরও জাকজমকপুর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপিত হবে। 

দিনটি শুরুতে ভোরে তোপধ্বনির অনুষ্ঠানমালার সুচনা করা হবে। এরপর জাতির জনকের মুর‌্যালে পুস্পস্তবক অর্পন,  বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের কবর জিয়ারত, সকাল সাড়ে  ৮টায় রাঙামাটি মারী ষ্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আনসার ভিডিপিসহ বিভিন্ন বাহিনীর অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।  

এছাড়া সভায় সরকারী নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions