সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রকাশঃ ১৫ নভেম্বর, ২০২৩ ০৮:৩৭:৫৮ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০৪:৩৭:৪৫

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাঙামাটিতে আনন্দ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা


বুধবার (১৫ নভেম্বর) তফসিল ঘোষণার পর পরই শহরের বিভিন্ন এলাকায় মিছিল বের করে জেলা আওয়ামী এবং এর সহযোগী ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো


রাত ৮টায় জেলা আওয়ামী লীগ সহযোগী অঙ্গ  সংগঠনের  উদ্যোগে শহরের বনরুপা,  রিজার্ভ বাজার, তবলছড়ি, কলেজ গেইট, ভেদাভেদী এলাকাসহ ৯টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ

 

এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ কুমার চাকমা নব, সদস্য আবু তৈয়ব, সদস্য ঝিনুক ত্রিপুরা, সাবেক ছাত্রনেতা ৭নং ওয়ার্ড কাউন্সিল জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক রতন নাথ, সাধারণ সম্পাদক মনসুর আলী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions