সিএইচটি টুডে
ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রাম
নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয়
কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান
বলেছেন, পাহাড়ে বাঙ্গালীরা সাংবিধানিক
অধিকার থেকে বঞ্চিত।
পার্বত্য চট্টগ্রাম চুক্তি হলেও সে
চুক্তির বেশিরভাগ ধারাতেই বাঙালিদের অধিকারসুরক্ষিত হয়নি। বরং
লঙ্ঘন করা হয়েছে।
তিনি বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানিয়ে মেধাবীদের
পার্বত্য বাঙালিদের নেতৃত্বের দায়িত্ব নেয়ার আহ্বান জানান।
শনিবার খাগড়াছড়ির অফিসার্স ক্লাবে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, বাঙ্গালীরা পার্বত্য চট্টগ্রামে নিজ দেশে পরবাসী এখন। ইতিহাস বদলের কথা তুলে তিনি বলেন, ঘরে বসে থাকার সময় নেই প্রয়োজনে অধিকার আদায়ের আন্দোলনের বিকল্প নেই।
সম্মেলনে অন্যান্য বক্তারা পাহাড়ে চলমান আঞ্চলিক
সংগঠনের কর্মকা-, চাঁদাবাজি থেকে শুরু করে
সম্প্রতি কেএনএফের আন্দোলনের মুখে সরকারের পক্ষ
থেকে শান্তি কমিটির আলোচনার
কথা তুলে ধরে নিজেদের
অধিকার আদায়ের পার্বত্য চট্টগ্রামে
প্রয়োজনে আবারো তাজা রক্ত
দিয়ে নিজেদের আত্মসম্মান প্রতিষ্ঠার দাবী জানান।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত
সভাপতি মো. আতাউর রহমান
সম্মেলনের উদ্বোধনী এবং কেন্দ্রীয় সাধারন
সম্পাদক মো: আসাদ উল্লাহ
এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো:
আলমগীর কবির, খাগড়াছড়ি সাংবাদিক
ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,
পিসিএনপির অস্থায়ী কমিটির সদস্য শেখ
আহম্মদ রাজু, সদস্য মো:
আবু তাহের, আব্দুল হামিদ
রানা, পিসিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক
মো. আবদুল মজিদ, সাংগঠনিক
সম্পাদক আনিছুজ্জামান ডালিম, সহ-সাংগঠনিক
সম্পাদক মো: আব্দুল কাইয়ুম,
কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক
মো: নুর হোসেন ফরাজী,
খাগড়াছড়ি জেলা সভাপতি সুমন
আহমেদ, রাঙামাটি জেলা সভাপতি মো:
হাবিব আজম এবং বান্দরবান
জেলা সভাপতি মো: আসিফ
ইকবাল প্রমূখ।
এর আগে নানা আনুষ্ঠানিকতার
মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন
করা হয়। করে
নেতাকর্মীদের সরব উপস্থিতিতে প্রথম
অধিবেশন সমাপ্তের পর শেষে দ্বিতীয়
অধিবেশনে ৭ সদস্য বিশিষ্ট
আংশিক কমিটি ঘোষনা করা
হয়।
আগামী ৩ কার্য দিবসের
মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করে
জমা দিতে বলা হয়
এতে। আংশিক
কমিটিতে মো: শাহাদাৎ হোসেন
কায়েশকে সভাপতি, সিনিঃ সহ-সভাপতি
মো আসিফ ইকবাল, সিনিঃ
সহ-সভাপতি মো আল
আমিন (চবি), সাধারণ সম্পাদক
মো হাবীব আজম, যুগ্ম
সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম, সহ-সাধারণ
সম্পাদক হাবীব আল মাহমুদ
ও সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ করা
হয়।