সোমবার | ২৫ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৭’শ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২৩ ০৮:১২:২৭ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১১:১২:৫৯

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলার ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে ৬০ লক্ষ টাকার বৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডবুধবার ( নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি টাউন হলের অডিটোরিয়ামে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়


অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, প্রধান অতিথি হিশেবে উপস্থিত থেকে বৃত্তির চেক হস্তান্তর করেন


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. হারুন-অর-রশীদ, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যাধক প্রফেসর . সুধীন কুমার চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক মধু মঙ্গল চাকমা, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন


বোর্ড সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিজনকে ১০ হাজার টাকা করে জন কলেজ পর্যায়ের প্রতিজনকে হাজার টাকা করে ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এরমধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ৯৩ জন, দীঘিনালা ১১ জন, লক্ষ্মীছড়ির ২৭ জন, মহালছড়ি ৫৫ জন, মাটিরাঙ্গা ৯৬ জন, গুইমারা ৪২ জন, পানছড়ি ৬৬ জন, মানিকছড়ি ৩১ জন রামগড় উপজেলা থেকে ২৯ জনসহ সর্বমোট ৭৫০ জন শিক্ষার্থীদের মাঝে ৬৪ লাখ ৫০ হাজার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions