সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা, ঈদে মিলাদুন্নবী সা. ও দুর্গা পূজা উপলক্ষে ২ শতাধিক ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে খাদ্যশস্যের বিতরণপত্র প্রদান করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম উপকারভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে বিতরণপত্র হস্তান্তর করেন।
এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনির হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি সদরের ১ শ ৩৫ টি বৌদ্ধ বিহার, ৪৫ টি মসজিদ, মাদ্রাসা ও ২০ টি পূজা মন্ডপসহ ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে জিআর'র চাল উত্তোলনের জন্য বিতরণপত্র প্রদান করা হয়েছে।