সোমবার | ২৫ নভেম্বর, ২০২৪

প্রবাসীর অর্জিত অর্থ নিয়ে লাপাত্তা স্বামী, দুই সন্তানসহ গায়ে আগুন লাগিয়ে হত্যা চেষ্টা স্ত্রীর

প্রকাশঃ ০৭ অক্টোবর, ২০২৩ ০১:১০:১১ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:৫০:১০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সৌদি প্রবাসে কষ্টে অর্জিত লাখ টাকা নিয়ে লাপাত্তা স্বামী পুলিশের কাছে অভিযোগ করেও দিনেও কোন সুরাহা না পেয়ে শনিবার সকালে নিজের দুই সন্তানসহ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন আমেনা বেগম নামে প্রবাস ফেরত ওই নারী ঘটনাটি ঘটে শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে পুলিশ স্থানীয়দের সহায়তা তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সাড়ে ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের ব্যস্ততম শাপলা চত্বরের সড়কের পাশে বোতল থেকে কেরোসিন ঢেলেন এক নারী নিজের শরীরে দুই শিশুর শরীরেও কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেন সময় পাশে মুক্তমঞ্চে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের খবর দেয়া হলে তারা এসে ওই নারীকে উদ্ধার করেন পরে স্থানীয় পুলিশ মিলে তাদের শরীরে পানি ঢেলে পরিস্কার করেন সময় ভিকটিমের ব্যাগ তল্লাশী করে এক বোতল বিষ একটি লাইটার পাওয়া যায় তাদের উদ্ধারের পরপর পুলিশ তিনজনকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান

 

হাসপাতালের জরুরী বিভাগে আমেনা বেগম সাংবাদিকদের জানান, ২০০৯ সালে হবিগঞ্জের নবীগঞ্জ থানার পশ্চিম তিমিরপুরের সিকান্দর আলীর ছেলে অজুত মিয়ার সাথে বিয়ে হয় আমেনার তাদের সংসারে দুইজন সন্তান রয়েছে ২০২০ সালে ভাগ্য পরিবর্তনে সৌদি আরবে যান আমেনা প্রবাসে আয়ের সকল অর্থ সঞ্চয় করেন বোনের ব্যাংক হিসেবে গেল সোমবার ( অক্টোবর) দীঘিনালায় ভূমি অফিসে যান রেজিস্ট্রেশন কার্যক্রম করতে সময় ব্যাংক থেকে উত্তোলন করা লাখ টাকা রাখতে দেন স্বামী অজুতের হাতে নাশতা করতে যাওয়ার কথা বলে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় সে পরে থানায় অভিযোগ করা হলেও কোন সহযোগীতা না পেয়ে আত্মহত্যার পথ বেছে নেন বলে অভিযোগ করেন আমেনা

 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীর হাসান জানান, খবর পেয়ে পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions