মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে আড়াই হাজার কার্টুন বিদেশী সিগারেট জব্দ

প্রকাশঃ ৩০ অগাস্ট, ২০২৩ ০৩:১৩:৪৮ | আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৪ ১০:৫৭:২৫

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আনুমানিক হাজার কার্টুন  বিদেশী সিগারেট জব্দ করেছে জেলা ডিবি পুলিশ। বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের পূর্ব শান্তিনগরের মাস্টার সাধনের বাড়ি থেকে এসব সিগারেট জব্দ করা হয়। সময় জনকে আটক করে ডিবি পুলিশ। 

 

আটককৃতরা হলো, দীঘিনালার থানা পাড়ার হরেন্দ্র লাল দেবের ছেলে সরন দেব জেলা সদরের উত্তর গঞ্জপাড়ার ফুল মিয়ার ছেলে মো. রাজু। 

 

জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৬৪ লাখ ৪৮ হাজার টাকা। 

 

বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অবৈধ পথে ভারত থেকে খাগড়াছড়ির পানছড়ি দিয়ে সিগারেটের কার্টুন গুলো আনা হয়। চক্রটি দেশের বিভিন্ন প্রান্তে এসব সিগারেট বিক্রি করত। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। চক্রের অন্য সদস্যদের ধরারও অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি

 

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions