সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় সড়কে পাহাড় ধসে পড়ে মহালছড়ি-জালিয়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল ৭ টার দিকে মহালছড়ি-জালিয়াপাড়া সড়কের সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় এ ঘটনা ঘটে। সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা বিষয়টি নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির কারণ সড়কের পাশে পাহাড় ধস হয়েছে। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ। তবে পাহাড় ধসে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেনাবাহিনীর ইসিবি ও স্থানীয়রা মিলে সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করছেন।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বিকেল থেকে মহালছড়িতে টানা বর্ষণ চলছে। বর্ষণের ফলে রোববার সকালে সিন্দুকছড়ির পঙ্খীমুড়ায় পাহাড় ধসে পড়ে সড়কে মাটির স্তুপ জমা যায়। মাটি না সরানো পর্যন্ত এ সড়ক ব্যবহারকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে বলে হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কারো বক্তব্য তাৎক্ষনিক পাওয়া যায়নি।