সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে মহালছড়ি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগষ্ট বুধবার সকাল ১১ টার সময় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
''পুলিশই জনতা, জনতাই পুলিশ'' এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সুইহ্লাঅং রাখাইন পিপলুর সঞ্চালনায় ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর(পিপিএম-বার)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, কমিউনিটি পুলিশিং'র উপজেলা সভাপতি মোঃ শাহাজাহান পাটোয়ারী, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মহালছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহালছড়ি উপজেলা মাদকমুক্ত, ইভটিজিং রোধ, বাল্যবিবাহ রোধ , যৌতুক, সকল প্রকার গুজব ও জঙ্গিবাদের কর্মকাণ্ড যাহাতে কেউ ঘটাইতে না পারে সে বিষয়ে খেয়াল রাখার আহবান জানান।